Powered By Blogger

১৮ ফেব্রুয়ারী ২০১৭

গাধার গয়না বিক্রির হালত

অনলাইনে/ফেসবুকে যে হারে ‘গাধার গয়না’-র ফরমায়েশ এসেছিলো অফলাইনে/বইমেলায় সে হারে বিক্রি হয়নি। অনলাইন ও অফলাইন বিক্রির চালচিত্রকে পরস্পরবিরোধীও বলা চলে। গত ডিসেম্বরের শেষ দিনে প্রকাশিত এ বইটি পরবর্তী ১৫ দিনে মোট ৮৩ জন পাঠক অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বা অফিসে বসেই সংগ্রহ করেছেন। আর ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলার প্রথম ১৭ দিনে সর্বসাকূল্যে ৩৩/৩৪ জন এটি কিনেছেন। সময়রেখায় রয়ে যাবে এই পরিসংখ্যান; তাই টুকে রাখলাম। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের র‍্যামন পাবলিশার্সে (স্টল নম্বর ৪২৭-৪২৮) মিলছে গাধার গয়না। একইসঙ্গে বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি অংশের লিটলম্যাগ চত্ত্বরের প্রান্তস্বর-এ (স্টল নম্বর ৬০)। এছাড়া সেখানে মিলছে ভাবনাংশ
সংবাদচিত্র:
বই মেলায় ঈয়নের ‘গাধার গয়না’ (জাগো নিউজ)
ঈয়নের ‘গাধার গয়না’ (প্রিয় ডটকম)
বইমেলায় ঈয়নের ‘গাধার গয়না’ (নিউজনেক্সটবিডি)

কোন মন্তব্য নেই:

newsreel [সংবাদচিত্র]