চলচ্চিত্র নৃ'র একটি দৃশ্যে অভিনেত্রী তামান্না |
বয়োজেষ্ঠ্য বন্ধু সুচারু'দা ( Sucharu Das)। মূলত থিয়েটারের মানুষ। থাকেন ওপার বাংলায়, চন্দননগরে। প্রায় ৫৩ বছর ধরে মঞ্চে অভিনয় করছেন। চলচ্চিত্র নৃ'র টিজার দেখে তিনি বলেছিলেন- "osadharon laaglo. scoring... fraiming... visualisition... exoression... - besh uchu man-er."
দাদার মতো এভাবে আরো অনেকে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত আমাদের, মানে নৃ পরিবারের সদস্যদের উৎসাহ জুগিয়ে যাচ্ছেন। আর তাদের সবাইকে সাথে নিয়ে সবার সিনেমা হওয়ার প্রত্যয়েই এগিয়ে চলছে নৃ বা তার বাকি অংশের কাজ।
বন্ধু ভেলিরি (Valerie Borgel) মূলত একজন আর্টিস্ট। জন্মেছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে; আর এখন থাকেন স্পেনের মাদ্রিদে। টিজারটি তিনিও দেখেছেন এবং বলেছেন, "the quality of image, photography, movement and colors are magical. sincere congretulation. it seems a great piece of work. Lots of luck !!!"
আরেক বন্ধু মায়া (Maya Dearth), একজন লেখিকা। জন্মেছেন টেক্সাস-মেক্সিকো সীমান্তে। বর্তমান নিবাস কানাডার ওন্টারিও'তে। ইউটিউবে চলচ্চিত্র নৃ'র টিজার দেখার পাশাপাশি ফেসবুক পেইজের মাধ্যমে এর সম্পর্কে জানার পর তিনি বলেছেন - "I hope your film will be completed. It is very rich with feeling, imagery and emotion. Beautiful. So many talents must come together for something so wonderful. I believe in universal consciousness myself and hope to find some way to contribute in the grand scheme of life to further peoples awakening. What a great film I will promote!"
×× এখন পর্যন্ত মোট ৬৬টি দেশ থেকে নৃ'র টিজার দেখা হয়েছে।
×× সিনেমাটির ফেসবুক পেইজে অনুসরন করা হচ্ছে ৪৭টি দেশ থেকে।
×× সিনেমাটির ফেসবুক পেইজে অনুসরন করা হচ্ছে ৪৭টি দেশ থেকে।
Filmmaker Rasel Ahmed's debut feature film NREE is about the essence of humanity, it tries to portray the message that trivial matters like race and belief are not enough to create division between people. The strongest bond that ties everyone together is the shared bond of being human.The maker said - "Still we have to complete the shooting. Editing, dubbing, sound/music design and many other jobs are not done yet. Inspite of all these, some footages have been published in the structure of teaser as a response to the requests of many. Please do not misunderstand it by taking it as a full promotional trailor."
[for better resolution see 1080p full HD/HQ mode]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন