Powered By Blogger
eon's photography লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
eon's photography লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৯ মার্চ ২০১৫

প্রত্যন্ত সীমান্তে সংগ্রামী আইরিন

নকশীকাঁথা হাতে আইরিন বেগম
© eon's photography / pap
আইরিন বেগম। নিভৃতচারী এক সফল নারী উদ্যোক্তা। যার হাত ধরে ঘুরে দাঁড়িয়েছেন দেশের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার প্রায় ২০ হাজার নারী।
স্কুলের গণ্ডিও পেরুনো হয়নি তার। প্রাইমেরীতেই বন্ধ হয়েছিলো পড়াশুনা। তবে রূদ্ধ হয়নি চিন্তার গতিধারা। কিছু একটা করার শপথ নিয়েই ছুটে বেড়াচ্ছিলো তা। পরবর্তীতে যা আরো উসকে দেয় মুক্তমনা স্বামীর আস্কারা। এরই জেরে আজ দেশের নকশীকাঁথা শিল্পের ইতিহাসই বদলে দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের কালীনগর গ্রামের এই মহিলা। নিজ বাড়িই গড়ে তুলেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ নকশীকাঁথার আড়ত ও বিক্রয় কেন্দ্র।
দেশের অনেক লোক শিল্প যখন হারাতে বসেছে, নকশীকাঁথা শিল্প তখন নবোল্লাসে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আর এটা সম্ভব করেছেন কিছু সাহসী উদ্যোক্তা। তাদেরই একজন আইরিন বেগম। এমন খবর পেয়েই তার বাড়িতে গিয়ে হাজির হয় এই প্রতিবেদক।
বিসিক থেকে ২০০২ সালে স্বামী আব্দুল মান্নানের নামে এক লক্ষ টাকা ঋণ নিয়ে আইরিন মাত্র আশি জন মহিলাকে সাথে নিয়ে কাজ শুরু করেছিলেন। ঠিক ১২ বছর পর ২০১৪ সালের শেষে তার সাথে কাজ করছেন কমপক্ষে ২০ হাজার মহিলা।
আইরিন বেগমের আড়তের একাংশ
© eon's photography / pap
আইরিন জানান, চাহিদানুযায়ী কাঁথা তৈরীর জন্য বর্তমানে প্রতিমাসে গড়ে এক ট্রাক কাপড় কেনা হয়। যার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। আর প্রতিদিন নূন্যতম ২৫ হাজার টাকার সুতা লাগে। দৈনিক গড়ে এক লাখ টাকার কাঁথা বিক্রি হয় বলেও তিনি জানান।
সুতো মেপে দিচ্ছেন আইরিন
© eon's photography / pap
নাচোল থেকে শুরু করে শিবগঞ্জের মধ্যবর্তী প্রায় প্রতিটি গ্রামের মহিলা আইরিনের সাথে কাজ করছেন। তাদের কাঁথা তৈরীর কাপড়, সুতা থেকে শুরু করে ডিজাইন অবধি সরবরাহ করা হয়। এর মধ্যে পাইকারও আছেন ৭০ জন। প্রতিটি কাঁথা তৈরীর জন্য নকশীকাঁথা শিল্পীরা মজুরী বাবদ তিনশ থেকে নয়শ টাকা পেয়ে থাকেন। আর ওগুলো বিক্রি হয় নয়শ থেকে দুই হাজার টাকায়।

আইরিনের স্বামী আব্দুল মান্নান
© eon's photography / pap

১৯৯৭-৯৮ সালে স্থানীয় ইউনিয়ন পরিষদের তিনটি ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বর নির্বাচিত হয়েছিলেন আইরিন। নিজের ক্ষমতার মেয়াদের শেষ প্রান্তে এসে স্থানীয় গ্রামীণ মহিলাদের উন্নয়নে স্থায়ী কিছু করার ইচ্ছা জাগে তার। বাড়িতে বাড়িতে নঁকশীকাঁথা সেলাইয়ের বহু পুরানো ঐতিহ্যকে কাজে লাগিয়ে মহিলাদের স্বনির্ভর করার বিষয়টি ওই সময়ই তার মাথায় আসে। তার এ ভাবনা স্বামী মান্নানেরও ভালো লাগে। তিনিও উৎসাহ জোগান স্ত্রীকে। এরপরই দু’জনে মিলে আঁটঘাঁট বেঁধে নেমে পরেন।

আইরিন-মান্নানের দুই ছেলে নাসিমউদ্দিন মানিক আর সোহেল আহমেদও এখন এই ব্যবসারে সাথে জড়িত। এদের মধ্যে ছোট ছেলে সোহেল বাড়ির কর্মযজ্ঞ, আর বড় ছেলে মানিক সিলেটের বিক্রয় কেন্দ্র সামলাচ্ছেন। এছাড়া মানিক দেশের বিভিন্ন এলাকার নকশীকাঁথা সংগ্রহ করেন বলেও জানিয়েছেন সোহেল।
গত কয়েক মাস যাবৎ অবশ্য ব্যবসার পরিস্থিতি ভালো না। চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে আইরিন নকশীকাঁথা প্রকল্পেও। চাহিদানুযায়ী কাঁচামাল আনা যাচ্ছে না। তৈরী কাঁথা পাঠানোর ক্ষেত্রেও একই প্রতিবন্ধকতা। সম্প্রতি (৮ মার্চ) বিকেলে মুঠোফোনালাপে এমনটাই জানালেন আব্দুল মান্নান। তিনি বলেন, ‘আরো কিছু দিন এমন অবস্থা চলতে থাকলে আর ব্যবসা করতে হবে না।’
কাঁথা জমা দিয়ে টাকা নিচ্ছেন নারীরা।
© eon's photography / pap

২২ জানুয়ারী ২০১৫

Women in Bangladesh

experienced expectancy | © eon's photography
আশীর্বাদ - the blessing | © eon's photography
The status of women in Bangladesh is defined by an ongoing gender equality struggle, prevalent political tides that favour restrictive Islamic patriarchal models, and woman's rights activism. The Bangladeshi women have made massive gains since the country gained its independence in 1971. The past four decades have seen increased political empowerment for women, better job prospects, improved education and the adoption of new laws to protect their rights. Now (2015) the Prime Minister of Bangladesh, the Speaker of Parliament, the Leader of the Opposition are women. However, issues like domestic violence, acid burning and rape still persist. Know more from Wikipedia - en.wikipedia.org/wiki/Women_in_Bangladesh.
The Sober Lady | © eon's photography
© eon's photography / theme theater Wizard Valley
apathetic gleam | © eon's photography
The total unpaid domestic work carried out by women in Bangladesh is equivalent to 10.75 percent of the gross domestic product (GDP) of the country, Unnayan Onneshan, an independent multidisciplinary think-tank, revealed. The organisation found this in their nation-wide survey based estimate of women domestic work in Bangladesh, first of its kind in the country and released in connection with the International Women’s Day.
পরমানন্দ - the ecstasy | © eon's photography
সহোদরা | © eon's photography
They revealed that the total unpaid work per year might be equivalent to Tk 1115914.8 million or USD 14.45 billion. The total GDP of the country was Tk 1037990 crore in the FY 2012-13. The leading research organisation estimates that the total engagement of women domestic work in Bangladesh might be equivalent to 9.3 million full-employment per year. The Unnayan Onneshan (UO) conducted the country-wide survey in seven districts of seven administrative divisions and the number of households from each district was selected using Probability Proportional to Size (PPS) method.

confidante | © eon's photography
A total of 520 women, comprising 202 from rural and 318 from urban areas, were chosen randomly and interviewed for the purpose of this pioneering research. The Unnayan Onneshan observes that the economic value of unpaid domestic work by women would have been much higher if the wages of women in Bangladesh were not comparatively low and the wage deferential between men and women was not so high. See more at - unbconnect.com/unnayan-onneshan-women/#&panel1-2

satisfied customer | © eon's photography
an ancient vision | © eon's photography

১৫ সেপ্টেম্বর ২০১৪

শাপলাকে খোঁজা দরকার

২৬ ডিসেম্বর, ২০০৯। বাল্য প্রেমিকার সাথে সাক্ষাতের মানসে ভর দুপুরে ভিকারুন নিসা নুন স্কুল ও কলেজের পাশের ফুটপাত ধরে হাঁটছি। চারপাশে ওই শিক্ষালয়ের অভিভাবক-শিক্ষার্থী, স্কুল বাস-ভ্যান, রিক্সা, হকার - গিজ গিজ করছে। তাদের ভীড় ঠেলে আগাতে আগাতে আচমকা আঁতকে উঠি। দেখি মাত্র এক কদম দূরে - ছালার চটের বিছানায় নীল কম্বলে জড়ানো একটা রোদে পোড়া গোল চাঁদ, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চারপাশ দিয়ে সশব্দে চলে যাচ্ছে ছোট-বড় সহস্র পা; সাথে রিক্সা-গাড়ির শব্দ’তো আছেই। এসবে তার ঘুমে কোনো ব্যাঘাত ঘটে বলে অবশ্য মনে হচ্ছিলো না। বুঝলাম, এ জীবনে সে অভ্যস্ত। তবু কেন জানি তাকে একা ফেলে নিশ্চিন্তে পাশ কাটিয়ে যেতে পারছিলাম না। চারিদিকে তাকিয়ে তার অভিভাবকদের খুঁজলাম, পেলাম না। অদূরে দাঁড়ানো এক ভেলপুরি বিক্রেতার বরাতে জানালাম, বাচ্চাটার নাম শাপলা। ওর মা, আর দু’তিনটি ভাই-বোন ভিক্ষার আশায় স্কুলের গেটগুলোর আশেপাশে আছে। ছুটির সময়ের ভীড় কমে গেলে আবার এখানে চলে আসবে।

ততক্ষণে আমার সঙ্গীনিও সেখানে চলে এসেছে। দু’জনে মিলেই শাপলার মা আর ভাই-বোনদের ফেরার অপেক্ষা করতে থাকলাম। প্রায় ঘন্টাখানেক পরে ভীড়টা আস্তে আস্তে কমতে শুরু করতেই কেঁদে ওঠে শাপলা। চমকে উঠে চেয়ে দেখি তার ঘুম ভেঙেছে। আড়মোরা ভেঙে উপুর হয়ে কম্বল থেকে বেরিয়ে আসতে চাইছে। হামাগুড়ি দেয়ার আপ্রাণ চেষ্টা। আমরা ভাবলাম, সম্ভবত রোদ বাড়ায় কম্বলের মধ্যে তার গরম লাগছে। আর এ গরমের কারণেই হয়ত ঘুমটা ভেঙে গেছে। কম্বল মুক্ত করার পর শাপলার কান্না থেমে যায়। সে উপুর হয়ে শুয়ে ড্যাব ড্যাব করে আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরাও তার সাথে ভাব জমানোর চেষ্টা করি। সাথে থাকা পকেট ক্যামেরায় তার সেই দৃষ্টিবন্দী করতে না করতেই দেখি – দূর থেকেই কি যেনো বলতে বলতে এদিকে দৌড়ে আসছে পরিহিত তিন-চার বছরের একটি ছেলে, তার পিছনে ছয়-সাত বছর বয়সী একটি মেয়ে। ছেলেটার গায়ে ছেঁড়া সোয়েটার থাকলেও তার কোনো প্যান্ট ছিলো না।  মেয়েটার পরনে বড়দের সোয়েটার। দেখেই অনুমান করলাম - ওরা শাপলার ভাই-বোন। ভীড়ের ফোঁকর গলে ময়লায় মলিন শাড়ি পরিহিত জীর্ণকায় এক মহিলাকেও আগাতে দেখলাম।

আন্দাজ ভুল ছিলো না। তারাই শাপলার ভাই-বোন আর মা। ঢাকার হাজার হাজার ভাসমান পরিবারের মতো ওরাও আজ এই এলাকার ফুটপাত, কাল ওই এলাকার যাত্রী ছাউনি, পরশু স্টেসনের প্ল্যাটফর্ম – এভাবেই দিন কাটে তাদের। শাপলার মা জানিয়েছিলেন, তারা আগে বস্তিতে থাকতেন। কিন্তু এক রাতে তার রিক্সাচালক স্বামী আর ঘরে ফেরে না। পরে লোকমুখে জানতে পারেন, সে অন্য বস্তিতে নতুন বিয়ে করেছে। তবু বিশ্বাস করেননি, স্বামীর অপেক্ষায় থেকেছেন। অবশেষে একদিন পেটের দায়ে পথে নেমেছেন। ভাড়া দিতে না পারায় ছাড়তে হয়েছে বস্তির ঘরটিও।  সব শুনে কি সব জানি ভাবতে ভাবতে ফিরে গিয়েছিলাম সেদিন । শাপলাকে মাঝে মাঝে দেখতে যাওয়ারও কথা ভেবেছিলাম। অথচ প্রায় পাঁচ বছর হয়ে গেছে, শাপলার সাথে দেখা হয়নি। তাকে খোঁজার ফুসরতই মেলেনি আর। বহু ঘটনা মাঝে সে’ও হারিয়ে গিয়েছিলো। সম্প্রতি পুরানো ছবিগুলো ঘাঁটতে গিয়ে শাপলা সামনে এলো আবার। ওর সেই স্থিরদৃষ্টি দেখে এবার নিজেকে কেন জানি খুব অসহায় লাগলো, এবঙ মনে হলো, শাপলাকে খোঁজা দরকার।

Shapla | The Visible Discrimination © eon's photography / pap
সংবাদ সংস্থা আইএনবি’তে কাজ করতাম তখন। তারই বরাত দিয়ে ২০১০ সালের পহেলা জানুয়ারি বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক  দৈনিক প্রকাশ করেছিলো শাপলার এই ছবি।  ছবিটির ছাপা হওয়া সেই পুরানো ক্যাপসনটিও পাপ [pap]’র পাঠকদের জন্য এখানে তুলে দিচ্ছি -
“দক্ষিণ এশিয়ার দারিদ্র্যপীড়িত ৩০ কোটি শিশুকে দারিদ্র্যের অন্ধকুঠুরি থেকে বের করে আনতে হলে প্রয়োজন যথাযথ উদ্যোগ গ্রহণ ও তার বাস্তবায়ন। এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক অধিকার পূরণে বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে তারা যেসব বৈষম্যপূর্ণ পরিস্থিতিতে বসবাস করে, সেগুলোও দূর করতে হবে।” সম্প্রতি (গত ১ নভেম্বর, ২০০৯) দক্ষিণ এশিয়ার শিশুকল্যাণ ও সমতাবিষয়ক আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এই মত প্রকাশ করেছিলেন। ইউনিসেফের উদ্যোগে ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী পর্বে দক্ষিণ এশিয়ার শিশুদারিদ্র্য বিষয়ে বারবার সতর্কবাণী উচ্চারণ করা হয়। তবে এইসব বাণী ঐ সম্মেলন কক্ষের চার দেয়ালের মধ্যেই বন্দী হয়ে থাকে। আর এই বাংলাদেশের মত দারিদ্র্যপীড়িত দেশগুলোর শিশুরা ফুটপাতেই হাঁতড়ে বেড়ায় তাদের ভবিষ্যত। তবে আজকাল ওদের নিয়ে অনেক প্রচার আর গোলটেবিল বৈঠক হয়। যাতে সবার জন্য মিনারেল ওয়াটারের বোতলের সাথে সিজনাল কমলা আর কেক- স্যান্ডউইচ থাকে। আর ওরা ডাস্টবিনের ময়লা কুঁড়িয়ে খায়। আজ নতুন বছরের শুরুতে এই শিশুদের জন্য কিছু করার তাগিদ জন্ম নেবে আমাদের সবার মনে, এই প্রত্যাশা। ছবিটি ঢাকার বেইলী রোডের ভিকারুন নিসা নুন স্কুল ও কলেজ সংলগ্ন ফুটপাত থেকে ক্যামেরাবন্দী করেছেন শরীফ খিয়াম - আইএনবি
সমগোত্রীয় পোস্ট | ফের সেই যোদ্ধার সন্ধানে...

২২ এপ্রিল ২০১৪

সোনালী সময় - The Golden Age

© eon's photography / pap
এই বয়সটা সকলেই পাড়ি দেয়; এবং সারাজীবনই মিস করে খুব। কারণ এমন নিরুদ্বেগ মন, কেড়ে নেয় বয়সী ক্ষণ। অবশ্য কেউ কেউ বয়সকেও জয় করতে জানে; তারা আজন্ম কিশোর।
‍‌______________________
Camera : Canon EOS 7D
Focal Length : 116 mm
Shutter Speed : 1/50 sec
Aperture : f/7.1 ISO : 160
______________________
Taken : Oct 17, 2013
Location : Barisal, Bangladesh

https://www.flickr.com/photos/eon_bd/with/10824594675
http://yourshot.nationalgeographic.com/photos/3466720

২১ এপ্রিল ২০১৪

শিয়ালকাঁটা - argemone mexicana

© eon's photography / pap
Argemone mexicana (Mexican poppy, Mexican prickly poppy, Flowering thistle, cardo or cardosanto) is a species of poppy found in Mexico and now widely naturalized in many parts of the world. An extremely hardy pioneer plant, it is tolerant of drought and poor soil, often being the only cover on new road cuttings or verges. I found these in Barisal Maha-Shamshan.




২০ এপ্রিল ২০১৪

Munshiganj

© eon's photography
Munshiganj also historically known as Bikrampur is a district in central Bangladesh. It is a part of the Dhaka Division and borders Dhaka District. It has 14 rivers of 155 km passing through.

Photo Details

Date Taken : Feb 14, 2014
Camera : Canon EOS 7D
Focal Length : 84 mm
Shutter Speed : 1/160 sec
Aperture : f/7.1 ISO : 160

Links

http://yourshot.nationalgeographic.com/photos/3293557

০৬ এপ্রিল ২০১৪

ইচিং বিচিং তিচিং চা । A Native Game

© eon's photography / pap
বরিশালের কলেজ রোডের কলেজ পাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে তুলেছিলাম ছবিটি। সম্ভবত ২০০৫ বা ২০০৬ সালে। এটি প্রথম প্রকাশিত হয়েছিলো বরিশালেরই আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তন’র শিশুদের পাতায়। পরে এটি পুন:প্রকাশ করে দৈনিক ডেসটিনি।  কম্পিউটারাইজেশনের এই যুগে অজস্র মাল্টিমিডিয়া গেমসের আড়ালে হারিয়ে যাচ্ছে এমন অজস্র দেশী খেলা। আমাদের সন্তান বা নাতি-নাতনিরা হয়ত এ খেলাগুলোর শুধু নাম শুনবে, আর যাদুঘরে বা বইপত্রে ছবি দেখবে। জানতেও পারবে না- কিভাবে খেলা হত এগুলো।

________________________________________________

https://www.flickr.com/photos/eon_bd/13480234954/

http://yourshot.nationalgeographic.com/photos/3357021/

০৫ এপ্রিল ২০১৪

an expire river

© eon's photography
The Buriganga is economically very important to Dhaka. Launches and country boats provide connection to other parts of Bangladesh, a largely riverine country. When the Mughals made Dhaka their capital in 1610, the banks of the Buriganga were already a prime location for trade. The river was also the city's main source of drinking water.

Today, the Buriganga river is afflicted by the noisome problem of pollution. The chemical waste of mills and factories, household waste, medical waste, sewage, dead animals, plastics, and oil are some of the Buriganga's pollutants. The city of Dhaka discharges about 4,500 tons of solid waste every day and most of it is released into the Buriganga.[citation needed] According to the Department of the Environment (DoE), 20,000 tonnes of tannery waste, including some highly toxic materials, are released into the river every day. Experts identified nine industrial areas in and around the capital city as the primary sources of river pollution: Tongi, Tejgaon, Hazaribagh, Tarabo, Narayanganj, Savar, Gazipur, Dhaka Export Processing Zone and Ghorashal. Most of the industrial units of these areas have no sewage treatment or Effluent Treatment Plant (ETP) plants of their own.

More than 60,000 cubic meters of toxic waste, including textile dying, printing, washing and pharmaceuticals, are released into the main water bodies of Dhaka every day. According to the Dhaka Water and Sewerage Authority (WASA), about 12,000 cubic meters of untreated waste are released into the lake from Tejgaon, Badda and Mohakhali industrial areas every day. The waste mostly comes from garment washing and dyeing plants. Textile industries annually discharge as much as 56 million tonnes of waste and 0.5 million tonnes of sludge. Sewage is also released into the Buriganga. A newspaper article from 2004 ndicated that up to 80% of Dhaka's sewage was untreated. Because of Dhaka's heavy reliance on river transport for goods, including food, the Buriganga receives especially high amounts of food waste since unusable or rotting portions of fruits, vegetables, and fish are thrown into the river.

Nearly 4.0 million people of the city are exposed to the consequences of water pollution every day. [ World Water Day special / en.wikipedia.org/wiki/Buriganga_River]
_____________________________________

Camera : Canon EOS 7D
Focal Length : 70 mm
Shutter Speed : 1/200
Aperture : f/11
ISO : 160
_____________________________________

http://www.flickr.com/photos/eon_bd/13316854063
http://yourshot.nationalgeographic.com/photos/3256924

১৯ ডিসেম্বর ২০১৩

প্রত্যাশা - the expectation


শঙ্কা আর দীর্ঘশ্বাস জাগে। তবু বড় প্রিয় এ ‍দৃশ্য জেলে পল্লীর নারীদের কাছে। তীরের কাছাকাছি মৎস শিকারী নৌযান আসার শব্দ শুনলেই সেদিকে ছুটে যায় ঘরের ছোট্ট বাচ্চারা। ভাবে, সমুদ্রে মাছ শিকারে যাওয়া বাবা ফিরলো বুঝি । তাদের ছুটে যেতে দেখে মায়েদের মনেও আশা আর নিরাশা জাগে একই সাথে। তারা একবার ভাবে, কত দিন কেটে গেছে। স্বামী হয়ত আজই বাড়ি ফিরবে। আবার ভাবে, নাহ - দু সপ্তাহের কথা বলে গিয়েছিলো। তা হতে এখনো তিন দিন বাকি। ছেলেটা আজও বাবার কাছে যাওয়ার বায়না ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে। এসব ভাবতে ভাবতে অজান্তেই মৃদু বা ভারী দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে। তাদের নিথর প্রত্যাশা বড় জীবন্ত হয়ে ফুটে থাকে সন্তানদের চোখে । ছবিটি বাংলাদেশের উপকূলীয় জেলা পটুয়াখালীর সমুদ্র ঘেঁষা গ্রাম কুয়াকাটা থেকে তোলা।
[Here rises uncertainty and deep sigh. Still this view is very satisfying to the women of fishermen’s quarter. Kids rush to the seashore from their home as soon as they hear the sound of a fishermen's boat near the beach. They think their fisherman father may have returned. While watching them rushing toward the seashore, their mothers also seem hopeful and despair at the same time. They think long time have passed their husbands went to work. May be he will return today. Again they think- No, He said he will return within a couple of weeks. Still three days are left to that couple of weeks to be over. The son insists to go to his father yet and sleeps crying. A long breath comes out while thinking all these. Their tranquil expectations remain lively in the eyes of their kids. This picture was taken at the village ‘Kuakata’ adjoining to the seashore in the coastal district ‘Patuakhali’ of Bangladesh.]
newsreel [সংবাদচিত্র]