Powered By Blogger

২০ ফেব্রুয়ারী ২০১৭

মা লেখক আর ছেলে প্রকাশক হলে..

বাঙলাদেশে মা লেখক আর ছেলে প্রকাশক হলে ফেব্রুয়ারিতে তাদের সম্পর্ক অনেকটা টম এন্ড জেরি টাইপের হয়ে যায়। গত কয়েক বছর ধরে আমার ক্ষেত্রে অন্তত এমনটা হচ্ছে। এবারও মায়ের গ্রন্থিত ‘হাতের লেখা সুন্দর করি’- এর প্রথম দফায় ছাপানো সবগুলো কপি অমর একুশে বইমেলা’১৭-তে নেয়ার মাত্র সাত দিনের মধ্যেই শেষ। পুনরায় ছাপানো হয়ে গেলেও শুধুমাত্র বাঁধাইকারীদের অসহযোগিতার (মূলত ঘাড়-ত্যাড়ামির) কারণে বইটি আজ আর মেলায়/মার্কেটে নাই। তাই মায়ের বকা/হা-পিত্যেশ এড়াতে এ বেলা আর মেলামুখো হচ্ছি না। তার - মানে সাফিয়া খন্দকার রেখাপাখিদের পাঠশালা -এর প্রথম, ভূত যখন বন্ধু -এর দ্বিতীয় এবঙ স্বল্প গল্প -এর তৃতীয় সংস্করণও ফুরালো বলে। আরো যাদের যেসব বই এখনো মেলায় আনতে পারিনি, তাদের নাম তালিকা পরে জানাচ্ছি।

কোন মন্তব্য নেই:

newsreel [সংবাদচিত্র]