Powered By Blogger

০৯ জানুয়ারী ২০১৭

‘গাধার গয়না’ পড়ুন, পড়ান..

গাধাঙ্কন : ধীরা [Dhira] | নামাঙ্কন : কাজী [Kazi]
এখন অবধি মোট ৫১ জন পাঠকবন্ধু ‘অনলাইনে’ গাধার গয়না ‘অর্ডার’ করেছেন। এটি মূলত একটি কাব্যগ্রন্থ। একই পরম্পরার ৬২টি লেখা নিয়ে গত ডিসেম্বরের শেষ দিনে প্রকাশিত হয়েছে। আমার কবি সত্ত্বার প্রত্যাশা নানা মত ও পথের মানুষ এগুলো পড়বেন। বিশেষত সাধারণেরা, যারা কবিতা পড়াকে ভাবেন আঁতলামি বা বিলাসিতা।

তারা কেন বইটি পড়বে তা নিয়ে ভাবতে গিয়েই মনে হয়েছে, শুধুমাত্র প্রিয়জনেরা বইটির ব্যাপারে তাদের আগ্রহী করে তুলতে পারে। আর দুনিয়ার প্রতিটি মানুষই কারো না কারো প্রিয়জন। আবার নিজ কর্মগুনে আপনাদের অনেকেই আজ অজস্রের আপন। যে কারণে আমি চাই আপনিও - ‘যাচাই করুন বাঙাল প্রাণের জবান / গাধার গয়না পড়ুন এবঙ পড়ান’।

আগ্রহী হলে আপনার ডাক ঠিকানা পাঠিয়ে বইটির ফরমায়েশ জানান এর মুখবই পাতার (facebook.com/gadhargoyna) ভেতরবাক্সে। ২৫ শতাংশ ছাড়ে সাদাকালো মলাটের চার ফর্মার এ গ্রন্থটি মিলবে মাত্র ৬০ টাকায়। সাথে ৪০ টাকা ‘বিলি ব্যয়’ প্রযোজ্য। অর্থাৎ সর্বসাকূল্যে মাত্র একশ টাকা ব্যয়ে ঘরে বসেই এটি পেয়ে যাবেন আপনি।

এক্ষেত্রে অগ্রীম টাকা দেয়ার কোনো দরকার নেই। বই হাতে পেয়ে জানালেই কেবল আপনাকে টাকা পাঠানোর ‘বিকাশ সংখ্যা’ দেয়া হবে। শুভেচ্ছা, ভালো থাকবেন।

০৫ জানুয়ারী ২০১৭

পিতার অতৃপ্ত আত্মার কান্না থামে না


‘যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করে আমার দেশের মানুষ রক্ত দিয়েছে, এখানে বসে কেউ যদি তার বীজ বপন করতে চান তাহলে তা কি আপনারা সহ্য করবেন?’ প্রশ্নটা ১৯৭৪ -এর মার্চের, যা আজও অতিমাত্রায় প্রাসঙ্গিক। কারণ প্রশ্নকর্তা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় এই ২০১৭ -এর জানুয়ারিতেও সংখ্যালঘুর উপাসনালয় আক্রান্ত হয়। অথচ সেই ৭৩-এ তিনি বলেছিলেন, ‘সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে।ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ।মুসলমান তার ধর্মকর্ম করবে।হিন্দু তার ধর্মকর্ম করবে। বৌদ্ধ তার ধর্মকর্ম করবে।কেউ কাউকে বাধা দিতে পারবে না।’ অথচ বাঙলায় আজও কত কী ঘটে যায়। হায়, পিতার অতৃপ্ত আত্মার কান্না থামে না।

আক্রান্ত মন্দিরের চিত্রগুলো বাংলা ট্রিবিউন থেকে নেয়া। দুর্বৃত্তরা গ্রিল ভেঙে মন্দিরে প্রবেশ করে দুর্গা মন্দির, হরি মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরের মূর্তি ভাঙচুর করে। পরে তারা মন্দিরে অগ্নি সংযোগ করে। 

০২ জানুয়ারী ২০১৭

হিসেবটা বেশ বদলেছে!

৩১ আগস্ট ২০১৪ - গুগল প্লাসের এই গ্রাহক পাতার অনুসরকারী ছিলেন মাত্র ১৬২ জন আর মোট দর্শন সংখ্যা ৩১ হাজারের কিছু বেশী। গত আড়াই বছরে হিসেবটা বেশ বদলে গেছে। আজ ২ জানুয়ারি ২০১৭ - পাতার অনুসরকারী আছেন দুই হাজার ২২০ জন আর মোট দর্শন সংখ্যা ২৫ লাখ ৭৬ হাজারের বেশী। এ পরিসংখ্যান কিছুটা অবাক করেছে বৈকি।

শতবর্ষেও সমুজ্জল দুই অগ্রপথিক


প্রয়াত হুমায়ুন আজাদ শওকত ওসমানকে বলতেন 'অগ্রবর্তী আধুনিক মানুষ'। আর আহসান হাবীবকে তিনি বলেছেন - ‘প্রথম প্রকৃত আধুনিক কবি।’ মজার বিষয় হচ্ছে, আজ হতে ঠিক শতবর্ষ আগে (২ জানুয়ারি ১৯১৭) একই দিনে জন্মেছিলেন বাঙলা সাহিত্যের এই দুই নক্ষত্র। আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি তাদের।

০১ জানুয়ারী ২০১৭

ভাবলিপি

যাপনের পরিক্রমায় পুরানো উপলদ্ধি নড়েনি একটুও। বহুকাল আগেই বোধ হয়েছিলো এ মন মূলত এক পরিব্রাজক। যে এ দুনিয়ায় কেন এসেছে তা ঠিক ঠিক জেনে নিতে অস্থির ভ্রমণচারী আশৈশব। যে কারণে নানা পথে অক্লান্ত আনন্দ নিয়ে নিবিষ্ট ধ্যানেই ছুটেছে জীবন। ছুটতে ছুটতে কখনো কখনো ক্লান্ত হয়েছে। আবার উঠে দাঁড়িয়েছে নতুন পথের দেখা পেয়ে, বা সন্ধানে। অবশেষে কোনো এক লগ্নে সে যে রূপের বা পথের সন্ধান পেয়েছে, তা ভ্রমণ করা বেশ দমের ব্যাপারই বটে। তবে আশা মরে নাই। কারণ মনের জানা আছে, তার কাছে যে পথের সন্ধান এনে দেন, দমের খবরও তিনি ঠিকই রাখেন। শাস্ত্র বলে তার ইচ্ছে বিনা বাতাসও এক চুল নড়ে না। অস্থিরতায় অসার করেই তিনি ফের স্থির করেন আমায়। 
০৩ জানুয়ারি ২০১৬
পল্লবী, মিরপুর, ঢাকা
newsreel [সংবাদচিত্র]