Powered By Blogger
কাব্যগ্রন্থ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাব্যগ্রন্থ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

০৯ জানুয়ারী ২০১৭

‘গাধার গয়না’ পড়ুন, পড়ান..

গাধাঙ্কন : ধীরা [Dhira] | নামাঙ্কন : কাজী [Kazi]
এখন অবধি মোট ৫১ জন পাঠকবন্ধু ‘অনলাইনে’ গাধার গয়না ‘অর্ডার’ করেছেন। এটি মূলত একটি কাব্যগ্রন্থ। একই পরম্পরার ৬২টি লেখা নিয়ে গত ডিসেম্বরের শেষ দিনে প্রকাশিত হয়েছে। আমার কবি সত্ত্বার প্রত্যাশা নানা মত ও পথের মানুষ এগুলো পড়বেন। বিশেষত সাধারণেরা, যারা কবিতা পড়াকে ভাবেন আঁতলামি বা বিলাসিতা।

তারা কেন বইটি পড়বে তা নিয়ে ভাবতে গিয়েই মনে হয়েছে, শুধুমাত্র প্রিয়জনেরা বইটির ব্যাপারে তাদের আগ্রহী করে তুলতে পারে। আর দুনিয়ার প্রতিটি মানুষই কারো না কারো প্রিয়জন। আবার নিজ কর্মগুনে আপনাদের অনেকেই আজ অজস্রের আপন। যে কারণে আমি চাই আপনিও - ‘যাচাই করুন বাঙাল প্রাণের জবান / গাধার গয়না পড়ুন এবঙ পড়ান’।

আগ্রহী হলে আপনার ডাক ঠিকানা পাঠিয়ে বইটির ফরমায়েশ জানান এর মুখবই পাতার (facebook.com/gadhargoyna) ভেতরবাক্সে। ২৫ শতাংশ ছাড়ে সাদাকালো মলাটের চার ফর্মার এ গ্রন্থটি মিলবে মাত্র ৬০ টাকায়। সাথে ৪০ টাকা ‘বিলি ব্যয়’ প্রযোজ্য। অর্থাৎ সর্বসাকূল্যে মাত্র একশ টাকা ব্যয়ে ঘরে বসেই এটি পেয়ে যাবেন আপনি।

এক্ষেত্রে অগ্রীম টাকা দেয়ার কোনো দরকার নেই। বই হাতে পেয়ে জানালেই কেবল আপনাকে টাকা পাঠানোর ‘বিকাশ সংখ্যা’ দেয়া হবে। শুভেচ্ছা, ভালো থাকবেন।

newsreel [সংবাদচিত্র]