Powered By Blogger

০৭ সেপ্টেম্বর ২০১৫

হেফাজতের পথে ওলামা লীগ !

হেফাজতে ইসলামের পদাঙ্ক অনুসরন করছে আওয়ামী ওলামা লীগ। তারাও এবার ভারতীয় অভিনেত্রী আগমন প্রতিহত করতে বিমানবন্দর ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে। তাদের কোপানলে পরেছেন বাঙালী অভিনেত্রী পাওলী দাম। নির্মাণাধীন একটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য আগামী বুধবার (৯ সেপ্টেম্বর ) থেকে টানা ১৪ দিন তার এ দেশে অবস্থানের কথা ছিলো।
একটি চলচ্চিত্রের দৃশ্যে পাওলী
গণমাধ্যমগুলো জানাচ্ছে অভিনয় শিল্পী পাওলি দামকে ‘বেহায়া’ আখ্যা দিয়ে গতকাল (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস সাত্তার বলেছেন - ‘পীর আউলিয়ার পূণ্যভূমি স্বাধীন বাংলাদেশে পাওলি দামের সফর যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে পাওলি দামের সফর অনভিপ্রেত।’ সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ভারতীয় অভিনেত্রী সানি লিওনকে বাংলাদেশে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছিলো হেফাজতে ইসলাম। চলতি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিতব্য সানির সফর ঠেকাতে রক্ত দিতে প্রস্তত আছে জানিয়ে গত মাসে (২১ আগস্ট) তারাও বলেছে, প্রয়োজনে বিমানবন্দর আক্রমন করা হবে। আলোচিত এই সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা আমির, শহরের ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল এক জুমার নামাজের খুতবার আগে বয়ানে এ হুমকি দিয়ে বলেছিলেন - ‘বাংলার জমিনে কোনো নর্তকীকে বেলাল্লাপনা করতে দেয়া হবে না।’
গত ক’দিন ধরে অবশ্য ওলামা লীগও বেশ আলোচনায় আছে। এর আগে, সম্ভবত গত পরশু (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের আগে শহীদ ও শেষে রহমতুল্লাহি আলাইহি যোগ করার দাবি তুলেছে। সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মাদ আখতার হুসাইন বুখারী এ দাবি জানিয়ে বলেছেন, ‘জাতির জনকের নামের আগে বঙ্গবন্ধু ব্যবহার করা হয়। তবে দুঃখজনক হলেও সত্য যে উনার নামের আগে জাতীয়ভাবে শহীদ শব্দ ব্যবহার করা হয় না। নামের শেষে রহমতুল্লাহি আলাইহি বলা হয় না। অবিলম্বে বঙ্গবন্ধুর নামের আগে জাতীয়ভাবে শহীদ ও নামের শেষে রহমতুল্লাহি আলাইহি বলতে হবে। একইসঙ্গে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের বদলে শাহাদাত দিবস ঘোষণা করতে হবে।’
মানববন্ধনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জাফর ইকবালের বহিষ্কার চায় ওলামা লীগ। একইসঙ্গে বর্তমানে পাঠ্যপুস্তকে কট্টর ইসলামবিরোধী হিন্দু ও নাস্তিকদের লেখাকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে বলে অভিযোগ তোলে তারা। এছাড়া তখন সানি লিওন আর পাওলী দামকে ‘পতিতা’ আখ্যায়িত করে বাংলাদেশে তাদের নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে।

উল্লেখ্য, সানি লিওন ও পাওলী দাম ইতিপূর্বেও বাংলাদেশে এলেও তখন তাদের এ জাতীয় সমস্যার সম্মুখীন হতে হয়নি।

পূর্বের পোস্টঃ সানিকে ঠেকাবে হেফাজত !

কোন মন্তব্য নেই:

newsreel [সংবাদচিত্র]