Powered By Blogger
nree লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
nree লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৭ মে ২০১৭

পরম শ্রদ্ধায় রাসেল স্মরণ

ছবি তুলেছেন প্রান্ত
নির্মাণাধীন চলচ্চিত্র ‘নৃ’ - শেষ করার দায়িত্ব এখন আমাদের সকলের। এমনটাই বলেছেন রাসেল আহমেদের সুহৃদ-বন্ধু, স্বজন ও সহকর্মিরা। শুক্রবার (২৬ মে) বিকেলে শাহবাগের ছবির হাটে ( সোহরাওয়ার্দী উদ্যানের চারুকলা ইনিস্টিটিউট সংলগ্ন গেটের সামনে) রাসেল স্মরণ বৈঠকে তারা এ কথা বলেন। সদ্য প্রয়াত এই নির্মাতার প্রথম ও শেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নৃ। 

ছবি তুলেছেন প্রান্ত
বৈঠকে বলা হয়, রাসেল আহমেদ ছিলেন এক স্বপ্নবাজ যাদুকর। শৈশব থেকেই চিন্তাশীল এই মানুষটি যে কোনো মানুষের কষ্টেই ব্যথিত হতেন। তবে তার মনের এ স্পর্শকাতরতা পরিবারের সদস্য, এমনকি বন্ধুদের অনেকেও ঠিক বোঝেনি। পৈত্রিক সম্পত্তি বিক্রি করে সিনেমা বানানোর সিদ্ধান্তকেও পাগলামী ভেবেছেন কেউ কেউ। তবে এখন তাদের মনে হচ্ছে, রাসেলের জন্য অনেক কিছুই করার ছিলো। অন্তত তার সিনেমাটির পাশে দাঁড়ানো দরকার ছিলো। কারণ তিনি স্রেফ বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, মানুষের বোধ ও চিন্তাকে উন্নত করতে চলচ্চিত্র নির্মাণ করতে নেমেছিলেন। আমৃত্যু মানুষের জন্য কাজ করে গেছেন।

ছবি তুলেছেন প্রান্ত
বক্তারা আরো বলেন, রাসেল ও তার টিমের সদস্যরা খেয়ে না খেয়ে যেভাবে নিজেদের সিনেমার করেছেন, সে ইতিহাস একসময় চলচ্চিত্র শিক্ষার্থীদের পাঠ্য হবে নিশ্চিত। রাসেলের সহযোদ্ধারা বাংলাদেশের সিনেমায় আগামীতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে - এমনটাও আশা অনেকের। তবে সকলেই একমত যে- সবার আগে নৃ সিনেমাটিকে মুক্তির আলোয় নিয়ে আসতে হবে। 

ছবি তুলেছেন প্রান্ত
বৈঠকে বক্তব্য রাখেন কবি ও নির্মাতা টোকন ঠাকুর, প্রকাশক রবীন আহসান, কবি ও আবৃত্তিকার সাফিয়া খন্দকার রেখা, অভিনেতা ম ম মোর্শেদ, চলচ্চিত্র নির্মাতা ফয়সাল রদ্দি, চলচ্চিত্র নির্মাতা অং রাখাইন, মাহবুব হোসেন, ইফতেখার শিশির, ইমতিয়াজ পাভেল, সাংবাদিক সাইফ ইবনে রফিক, ভাষ্কর ও লেখক গোঁসাই পাহলভী, কবি ও সাংবাদিক রুদ্র আরিফ, আবদুল্লাহ মাহফুজ অভি, সঙ্গীত শিল্পী সম্রাট, কিম্বেল অভি, সিনা হাসান, কবি মাহমুদ মিটুল, কিং সউদ, রাসেলের মেঝ ভাই মোহাম্মদ শফিকুল আলম মুকুল, শৈশবের বন্ধু ইঞ্জিনিয়ার এসএম পলাসহ আরো অনেকে। দুঃখ ভারাক্রান্ত মনে পরম শ্রদ্ধার সাথে রাসেলকে স্মরণ করেন তারা। 
রাসেল স্মরণ - সূচনা সংখ্যার প্রচ্ছদ
টোকন ঠাকুর বলেন, ‘রাসেল সিনেমাটি (নৃ) প্রায় শেষ করে এনেছিলেন, কিন্তু এর মুক্তি দেখে যেতে পারলেন না। এটি মুক্তি না পাওয়া অবধি তার আত্মা শান্তি পাবে না।’ 

রবীন আহসান বলেন, ‘বাজারি ধারায় সবাই যেভাবে সিনেমা বানাচ্ছে - রাসেল সেভাবে বানাতে চায়নি। নিজের মতো করেই গল্প বলতে চেয়েছে। এই প্রবণতা দেখেই বুঝেছিলাম সে আসলে শিল্পী।’ 

ছবি তুলেছেন প্রান্ত
রাসেলের মেঝ ভাই মুকুল বলেন, ‘সত্যি কথা বলতে কি, সে আমাদের মাঝে বড় হলেও আমরা তাকে চিনতে পারিনি। আজ আপনাদের মাঝে এসে, কাজের কথা শুনে - তাকে নতুন করে চিনলাম।’ 

মা, মাটি ও মানুষের গল্প নিয়ে রচিত ‘নৃ’ চলচ্চিত্রের কারিগর নির্মাতা রাসেল আহমেদ গত ১৫ মে সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টিজার/ট্রেইলর প্রকাশের কারণে বহুল আলোচিত চলচ্চিত্রটি যখন সম্পাদনার টেবিলে মুক্তির অপেক্ষায় শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছে তখনই দুনিয়া ছাড়লেন নির্মাতা।
ছবি তুলেছেন প্রান্ত

newsreel [সংবাদচিত্র]