Powered By Blogger
Akshaya Tritiya লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Akshaya Tritiya লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৯ এপ্রিল ২০১৭

অক্ষয় তৃতীয়ার মাজেজা

কুঠার হাতে পরশুরাম
আজ পবিত্র অক্ষয় তৃতীয়া। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে এ খবর এতক্ষণে জেনে গেছেন অনেকে। এ নিয়ে প্রকাশিত বিভিন্ন লেখায় অজস্র পাঠকের মন্তব্য পড়ে বুঝলাম তারা এ তিথি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। তবে অনেকেই কৌতূহলী; মানে আগ্রহী দিনটির মাজেজা জানতে। অক্ষয় শব্দের অর্থ হচ্ছে - ‘যা ক্ষয়প্রাপ্ত হয় না’। বৈদিক বিশ্বাসানুসারে, এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে।

অক্ষয় তৃতীয়া হচ্ছে চান্দ্র বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি।এই দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করেন।এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়। রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন এদিন। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়। একই তিথিতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে দ্বারকায় গিয়ে শ্রী কৃষ্ণের সাথে দেখা করেন ভক্তরাজ সুদামা। এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গেলে তাকেও রক্ষা করেন শ্রীকৃষ্ণ।

আজও কেদার-বদ্রী-গঙ্গোত্রী-যমুনোত্রীর যে মন্দির ছয়মাস বন্ধ থাকে এইদিনেই তার দ্বার উদঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিলো। এদিন থেকেই পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণ শুরু হয়। এছাড়া বর্তমানে এই তিথিতে সোনার বা রূপার গয়না কেনা হয়। ভাবা হয়, এই শুভ দিনে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে। সুখ-শান্তি ও সম্পদ বৃদ্ধির আশাতেই অনেকেই কিছু না কিছু কিনে থাকেন।

শাস্ত্রমতে এদিন যদি ভালো কাজ করা হলে অক্ষয় পূণ্য লাভ হয় আর যদি খারাপ কাজ করা হলে হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খুব খেয়াল রাখা উচিত যাতে ভুলেও যেন কোনো খারাপ কাজ হয়ে না যায়। 

ধ্যানী
মুখ থেকে কটু কথা না বের হওয়ার ভয়ে বিশ্বাসীদের অনেকে এদিন যথাসম্ভব মৌন থাকেন। এই তিথিতে তারা এমন কোনো কাজ করেন না যা কারো ক্ষতি করে বা মনে আঘাত দেয়। তারা মনে করেন, যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এদিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধনজগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা। 

এবারের অক্ষয় তৃতীয়া সবার ভালো কাটুক – এই কামনায় শেষ করছি। আমিন।

চিন্তা ও চিত্রসূত্র : বিভিন্ন ওয়েবসাইট ও উইকিপিডিয়া। 
newsreel [সংবাদচিত্র]