Powered By Blogger
Akhteruzzaman Elias লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Akhteruzzaman Elias লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১২ ফেব্রুয়ারী ২০১৫

শুভ জন্মদিন আখতারুজ্জামান ইলিয়াস

ছবিটি সংগ্রহিত
১২ ফেব্রুয়ারী, ১৯৪৩। গাইবান্ধা জেলার সাঘাটা থানার গোটিয়া গ্রামে মাতামহের বাড়িতে জন্মেছিলেন কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। তার ডাক নাম ছিলো মঞ্জু, পুরো নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। মা মরিয়ম ইলিয়াস ও বাবা বিএম ইলিয়াসের প্রথম সন্তান। মা ছিলেন গৃহিণী, আর বাবা বগুড়ার সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক; পাশাপাশি রাজনীতিও করতেন। ইলিয়াসের জন্মের সময় তিনি ছিলেন পূর্ববাংলা মুসলিম লিগের বগুড়া জেলার সেক্রেটারি। ১৯৯৬ সালের ১৩ জানুয়ারি ক্যান্সার (অস্টিও সারকোমা) ধরা পড়েছিলো ইলিয়াসের ডান পায়ে। একই বছরের ২০ মার্চ অস্ত্রোপচার করে তার ডান পা কেটে ফেলা হয়। সেই থেকেই হাসপাতালের বিছানায় শুয়ে তিনি  নিশ্চিত মৃত্যুর প্রহর গুণছিলেন। অবশেষে ১৯৯৭ সালের ৪ জানুয়ারি তার অপেক্ষার অবসান হয়। তার ইচ্ছানুযায়ী মৃত্যুর পরের দিন বগুড়া শহরের দক্ষিণ বগুড়া গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
এক নজরে

নাম : আখতারুজ্জামান ইলিয়াস:
মা : মরিয়ম ইলিয়াস
বাবা : বিএম ইলিয়াস
জন্ম : ১২ ফেব্রুয়ারি ১৯৪৩।

পড়াশুনা :
মাধ্যমিক : ১৯৫৮ সাল, বগুড়া জিলা স্কুল
উচ্চমাধ্যমিক : ১৯৬০ সাল, ঢাকা কলেজ
স্নাতকোত্তর : ১৯৬৪ সাল (বাংলা সাহিত্য), ঢাকা বিশ্ববিদ্যালয়

কর্মজীবন
১৯৬৫ সালের আগস্ট মাসে ইলিয়াস প্রভাষক হিসেবে যোগ দেন ঢাকার জগন্নাথ কলেজে। অবশ্য এর আগে যোগ দিয়েছিলেন করটিয়া সা'দত কলেজে। যদিও দু'তিন দিন পর চাকরিটি ছেড়ে দেন কর্তৃপক্ষের সঙ্গে তাল মেলাতে পারছিলেন না বলে। ১৯৮৪ জগন্নাথ কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ১৯৮৭'র জানুয়ারিতে ইলিয়াস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে যোগ দেন এবং ডিসেম্বরে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ নিযুক্ত হন। ১৯৯৪ সালে তিনি ঢাকা কলেজে অধ্যাপক হিসাবে যোগ দেন।

পুরস্কার
১৯৭৭ সালে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কারে ভূষিত হন। বাংলাদেশ লেখক শিবির সংঘ তাঁকে এই পুরস্কারে ভূষিত করেন। ১৯৮৩ সালে ইলিয়াস বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ১৯৮৭ সালে তিনি আলাওল সাহিত্য পুরস্কার অর্জন করেন৷ ১৯৯৬ সালের এপ্রিলে মাসে 'খোয়াবনামা'র জন্য পান প্রফুল্ল কুমার সরকার স্মৃতি আনন্দ পুরস্কার এবং সাদাত আলী আকন্দ পুরস্কার। এবছর কাজী মাহবুবউল্লাহ স্বর্ণপদক নামে আরেকটি পুরস্কার পান তিনি।

প্রকাশিত গল্পগ্রন্থ
অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দুধভাতে উত্‍পাত, জাল স্বপ্ন স্বপ্নের জাল ( মৃত্যুর পরে প্রকাশিত), দোজখের ওম।

প্রবন্ধের বই : সংস্কৃতির ভাঙা সেতু (মৃত্যুর পরে প্রকাশিত)
উপন্যাস : চিলেকোঠার সেপাই, খোয়াবনামা


তথ্যসূত্র
>> gunijan.org.bd
>> bn.wikipedia.org/wiki/আখতারুজ্জামান_ইলিয়াস
newsreel [সংবাদচিত্র]