Powered By Blogger
ছাত্র রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছাত্র রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

০৯ অক্টোবর ২০১৯

সব শিক্ষালয়ের হলে তল্লাশী আসন্ন!

ফাইল ফটো
বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে চলমান উশৃঙ্খলতা রুখতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়-কলেজের আবাসিক হল ‘সার্চ’ (তল্লাশী) করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সেই নির্দেশটা আমি দিয়ে দেবো।” বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে আজ তিনি যেসব বার্তা দিয়েছেন, সেগুলোর মধ্যে এটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার। আওয়ামী লীগ প্রধান উল্লেখ করেন, “আপনাদের (সাংবাদিক) মাঝেই আমি বলে দিচ্ছি, এই জিনিসটা আমরা করবো। পরিস্কারের বেলায় কোনো দলটল আমি বুঝি না।”

এর আগে ফাহাদ হত্যা প্রসঙ্গে মানবাধিকার কর্মী নূর খান লিটন ফোনালাপে বলছিলেন, “রাজনৈতিক দূর্বুত্ত্বায়নের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতমাস থেকে যে কঠোর শুদ্ধি অভিযান চলছে, তার সূত্রপাত হয়েছিল কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় দুই শীর্ষনেতাকে বহিস্কারের মধ্য দিয়ে। তখন থেকে ছাত্রলীগ-যুবলীগের ব্যাপারে আওয়ামী লীগ প্রধান বেশ কঠোর অবস্থানই আমরা লক্ষ্য করেছি। এমন সময়ে ছাত্রলীগের যে নেতারা ভিন্ন মতালম্বী বুয়েট শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে, তারা মূলত শেখ হাসিনাকেই চ্যালেঞ্জ করেছেন বলে আমি মনে করি।”
newsreel [সংবাদচিত্র]