কি হবে এখন? দেশে কি তবে তুমুল অরাজকতা আসন্ন? নাকি এই আওয়ামী লীগ সরকার এবারও সব বিতর্ক সামলে উঠতে পারবে? সকাল থেকেই প্রশ্নগুলো ঘোরপাক খাচ্ছে মনে। অনুভব করছি - এই মুহুর্তে আরো অনেকের মাথায় একই চিন্তা দৌড়াচ্ছে। মূলত বিভিন্ন সংবাদপত্রের অন্তর্জালিক সংস্করণে ঘুরতে ঘুরতেই আমার এ ভাবনা, অনুভবের উদ্রেক। কারণটা ব্যাখার চেয়ে আজকের (পহেলা মে, ২০১৫) কিছু সংবাদ ভাষ্য উপস্থাপনই বোধকরি শ্রেয়।
একটি অনলাইনের সংবাদে জানানো হয়েছে - খোদ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘কাগজে-কলমে বিচার বিভাগ স্বাধীন হলেও আমি বলব বাস্তবে আমরা স্বাধীন নই। প্রশাসন আমাদের সহযোগিতা করছে না।’ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। এদিকে সদ্য সমাপ্ত ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্বে থাকা কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে আরেকটি প্রভাবশালী দৈনিকের সংবাদে বলা হয়েছে, ‘নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কমিশনের অধীনে থাকলেও এই বাহিনীর ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না।’ এর আগের দিনের আরেকটি খবরও এখানে উল্লেখ করা প্রয়োজন। ওই সংবাদে জানানো হয়, ‘সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের ভাতা নিয়ে পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনসারের কয়েক সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে মিরপুর দারুস সালাম এলাকায় সংঘর্ষ চলাকালে শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।’ দৃশ্যত বোঝাই যাচ্ছে, প্রশাসনের বিভিন্ন স্তরেই চাপা উত্তেজনা বিরাজ করছে।
নগর নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের জেতানোর লক্ষ্যে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতাসীন দল যে ভোটসন্ত্রাস চালিয়েছে, তা নিয়ে ওঠা সহস্র প্রশ্নের জবাব সহসাই পাওয়া যাবে না হয়ত। তবে এই ঘটনার পর থেকে দেশের পরিস্থিতি এখন থমথমে বললেও বোধকরি ভুল হবে না। আগে থেকেই বিদ্যমান ভূমিকম্পাতঙ্কের সাথে এ নব্য রাজনৈতিক অস্বস্তি মিলে - যে পরিস্থিতি তৈরী হয়েছে, তাতে জনগণের হাঁপিয়ে উঠতে আর বেশী সময় লাগবে বলে মনে হচ্ছে না। এটাকে আমার পর্যবেক্ষণ নয়, বিশ্বাস ভাবুন। জনমনে এমন কত বিশ্বাসই না খেলা করে। অতএব - গুরুত্বপূর্ণদের এসবে কান দেয়া মানেই সময় নষ্ট করা।
শুধু বাংলাদেশ নয়, আজ ভূমিকম্পাতঙ্কে কাঁপছে পুরো দক্ষিণ এশিয়া। বিলীন হয়ে যাওয়ার শঙ্কায় দ্রুতই বদলাতে শুরু করেছে মানুষের সমকালীন মনস্তত্ত্ব। পর পর দু’দিনের ভূকম্পনে শুধু ভবন নয়, ফাঁটল ধরেছে অনেক চিন্তা, দ্বন্দ্ব ও বিশ্বাসে। কিন্তু এ দূর্যোগ আমাদের দেশের প্রধান দুই নেত্রীর বৈরীতায় কোনো ফাঁটল ধরাতে পারেনি। ভূমিকম্পের দ্বিতীয় দিনে (২৬ এপ্রিল) পৃথক দুটি সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী, বতর্মান প্রধানপন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিন্তু সেদিনও তারা কোনো সৌহার্দের গান শোনাতে পারেননি? বরং আগের মতোই পাল্টাপাল্টি বক্তব্য, পরস্পরের প্রতি বিষোদগারে ফের গরম করলেন ঢাকাই মিডিয়া।সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলে লাভ নেই। তাদের কানে কিছুই পৌঁছাবে না। বাংলার বুড়োরাও আমার এ কথায় কান দিয়েন না। শুধু হে তরুণ, আপনি শুনুন। একটু ভাবুন। অন্তত এটুকু যে - এই দেশটা কার? কারা চালাচ্ছে? আর আপনি এ দেশের কে? উত্তর পেয়ে গেলে ভালো - না পেলেও জানবেন, একদিন আপনিও ভাববেন - এ বাংলা জাগবেই জাগবে।
জাগো বঙ্গ।
প্রধান
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, কাগজে-কলমে বিচার বিভাগ স্বাধীন
হলেও আমি বলব বাস্তবে আমরা স্বাধীন নই। প্রশাসন আমাদের সহযোগিতা করছে না।
তাই ষাটভাগ জেলায় আমরা কোর্ট বিল্ডিং নির্মাণ করতে পারছি না। প্রশাসনকে বলব
আপনারা আমাদেরকে সহায়তা করুন।
তিনি বলেন, প্রশাসনের কারণে আমরা আরও পিছিয়ে যাচ্ছি। আমি আমার বিচারকদের বসতে জায়গা দিতে পারছি না।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি
এসব কথা বলেন। - See more at:
http://tazakhobor.org/bangla/law-court/45516-2015-04-30-20-28-17#sthash.d3aFpVGR.dpuf
তিনি বলেন, প্রশাসনের কারণে আমরা আরও পিছিয়ে যাচ্ছি। আমি আমার বিচারকদের বসতে জায়গা দিতে পারছি না।
<a
href='http://new.tazakhobor.org/www/delivery/ck.php?n=a0ddadec&cb=INSERT_RANDOM_NUMBER_HERE'
target='_blank'><img
src='http://new.tazakhobor.org/www/delivery/avw.php?zoneid=9&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=a0ddadec'
border='0' alt='' /></a>
প্রধান
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, কাগজে-কলমে বিচার বিভাগ স্বাধীন
হলেও আমি বলব বাস্তবে আমরা স্বাধীন নই। প্রশাসন আমাদের সহযোগিতা করছে না।
তাই ষাটভাগ জেলায় আমরা কোর্ট বিল্ডিং নির্মাণ করতে পারছি না। প্রশাসনকে বলব
আপনারা আমাদেরকে সহায়তা করুন।
তিনি বলেন, প্রশাসনের কারণে আমরা আরও পিছিয়ে যাচ্ছি। আমি আমার বিচারকদের বসতে জায়গা দিতে পারছি না।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি
এসব কথা বলেন। - See more at:
http://tazakhobor.org/bangla/law-court/45516-2015-04-30-20-28-17#sthash.d3aFpVGR.dpuf
তিনি বলেন, প্রশাসনের কারণে আমরা আরও পিছিয়ে যাচ্ছি। আমি আমার বিচারকদের বসতে জায়গা দিতে পারছি না।
<a
href='http://new.tazakhobor.org/www/delivery/ck.php?n=a0ddadec&cb=INSERT_RANDOM_NUMBER_HERE'
target='_blank'><img
src='http://new.tazakhobor.org/www/delivery/avw.php?zoneid=9&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=a0ddadec'
border='0' alt='' /></a>
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন