Powered By Blogger

০৫ জানুয়ারী ২০১৭

পিতার অতৃপ্ত আত্মার কান্না থামে না


‘যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করে আমার দেশের মানুষ রক্ত দিয়েছে, এখানে বসে কেউ যদি তার বীজ বপন করতে চান তাহলে তা কি আপনারা সহ্য করবেন?’ প্রশ্নটা ১৯৭৪ -এর মার্চের, যা আজও অতিমাত্রায় প্রাসঙ্গিক। কারণ প্রশ্নকর্তা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় এই ২০১৭ -এর জানুয়ারিতেও সংখ্যালঘুর উপাসনালয় আক্রান্ত হয়। অথচ সেই ৭৩-এ তিনি বলেছিলেন, ‘সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে।ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ।মুসলমান তার ধর্মকর্ম করবে।হিন্দু তার ধর্মকর্ম করবে। বৌদ্ধ তার ধর্মকর্ম করবে।কেউ কাউকে বাধা দিতে পারবে না।’ অথচ বাঙলায় আজও কত কী ঘটে যায়। হায়, পিতার অতৃপ্ত আত্মার কান্না থামে না।

আক্রান্ত মন্দিরের চিত্রগুলো বাংলা ট্রিবিউন থেকে নেয়া। দুর্বৃত্তরা গ্রিল ভেঙে মন্দিরে প্রবেশ করে দুর্গা মন্দির, হরি মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরের মূর্তি ভাঙচুর করে। পরে তারা মন্দিরে অগ্নি সংযোগ করে। 
newsreel [সংবাদচিত্র]