Powered By Blogger

২৫ আগস্ট ২০১৪

নগ্নতার ফেসবুক সমাচার!

পাপ [pap]’র ফেসবুক পাতায় প্রকাশিত সংকলন ‘আলোকচিত্রে মুক্তিযুদ্ধ’১৯৭১ থেকে মুছে ফেলতে হয়েছে এ ছবিটি।
নগ্নতার ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ অমান্যের অভিযোগ তুলে এমন সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক কর্তাদের তৈরী সয়ংক্রিয় প্রক্রিয়ায় পাওয়া বার্তা এটি।
এর আগে পৃথক দু’টি ব্লগে এমন ঘটনার শিকার হয়েছিলাম। নগ্নতাসহ বিভিন্ন অভিযোগে আমার ছবি ও লেখা গায়েব করে দেয়া হয়েছিলো। আমাদের চিন্তার দারিদ্রতা বা দর্শনের দৈন্যতার কথা ভেবে তা মেনেও নিয়েছিলাম। কিন্তু আজ উদারমনা ফেসবুক কর্তৃপক্ষের এমন আচরণে আমি যারপরনাই বিষ্মিত।  অবশ্য এক্ষেত্রেও অভিযোগ গিয়েছে নিশ্চিত। 
আজকের এ ঘটনা থেকে আর কিছু না হোক, এটুকু অন্তত বুঝলাম যে - মীর জাফরের বীজ মরে নাই। কি এক ঈমানী জোশে আজও অজস্র চোখ সক্রিয় আছে পাকি নৃসংশতা ঢাকতে।
মুক্তিযুদ্ধের নৃশংসতার ছবি নগ্নতার অভিযোগে মুছতে বাধ্য করা হলো। অথচ এই ফেসবুকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তালিকায় রয়েছে - Pornstar pics, Pornstar xxx Pics and Movies, বিডি সেক্স,রিয়েল সেক্স,ফোন সেক্স,ওয়েব সেক্স;  Sexy porn, Sexy PornStars, Sexy College Girls and Auntiies, Bangla Choti Golp,.বাংলা চটি গল্প phone sex.magi para'র  মত অজস্র পাতা। একি ফেসবুক’র নৈতিক দুর্বলতার উদাহরন নয়।

জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির সদর দপ্তরে বাংলাদেশী কেউ আছেন কি’না তা জানা নেই। থাকলে তিনি এ বিষয়টি নজরে আনবেন আশাকরি। কারণ, নগ্নতা কখন নৃশংসতা - তা ফেসবুক বিধাতার জানা উচিত।

পূর্বের পোস্ট

newsreel [সংবাদচিত্র]