Powered By Blogger

০৬ এপ্রিল ২০১৪

ইচিং বিচিং তিচিং চা । A Native Game

© eon's photography / pap
বরিশালের কলেজ রোডের কলেজ পাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে তুলেছিলাম ছবিটি। সম্ভবত ২০০৫ বা ২০০৬ সালে। এটি প্রথম প্রকাশিত হয়েছিলো বরিশালেরই আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তন’র শিশুদের পাতায়। পরে এটি পুন:প্রকাশ করে দৈনিক ডেসটিনি।  কম্পিউটারাইজেশনের এই যুগে অজস্র মাল্টিমিডিয়া গেমসের আড়ালে হারিয়ে যাচ্ছে এমন অজস্র দেশী খেলা। আমাদের সন্তান বা নাতি-নাতনিরা হয়ত এ খেলাগুলোর শুধু নাম শুনবে, আর যাদুঘরে বা বইপত্রে ছবি দেখবে। জানতেও পারবে না- কিভাবে খেলা হত এগুলো।

________________________________________________

https://www.flickr.com/photos/eon_bd/13480234954/

http://yourshot.nationalgeographic.com/photos/3357021/

newsreel [সংবাদচিত্র]