রাষ্ট্রীয় পণ্ডিতসভা
কিনে নিতে চায় মন
কিনে নিতে চায় প্রান
বিক্রি হয়নি সেথা
তাই নিষিদ্ধ শ্রাবণ
মানে রবীন আহসান
অমর একুশে গ্রন্থমেলায় শ্রাবণ প্রকাশনীকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলা একাডেমি! খবরটা যতটা না অবাক করা, তার চেয়েও অধিক বেদনাদায়ক। বিকেলে মুখবই পড়েই জানলাম প্রকাশক, অর্থাৎ প্রকাশনীর মালিক (Robin Ahsan) ‘টকশোতে কথা বলায়’ (সম্ভবত বাংলা একাডেমির বিরুদ্ধে) খোদ সংস্কৃতিমন্ত্রীর উপস্থিতিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কেমন বিচার, ঠিক বুঝলাম না। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ছড়াকার-প্রকাশক রবীন আহসান কেমন মানুষ, সে আলাপ আপাতত না হয় এখানে বাদ-ই দিলাম। শুধু টুকে রাখলাম তার অভিযোগ। মুখবইয়ে নিজস্ব পাতায় তিনি জানান, একজন প্রবীন প্রকাশক-লেখককে গ্রেফতার করায় টকশোতে ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি শাহবাগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখায় বইমেলায় তার প্রকাশনী ‘শ্রাবণ’ -কে নিষিদ্ধ করা হয়েছে। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক শামসুজ্জামান খান ২০০৯ সালেও একবার তার বইমেলার স্টল বন্ধে উদ্যোগী হয়েছিলেন বলে রবীন উল্লেখ করেন।


![newsreel [সংবাদচিত্র]](https://live.staticflickr.com/4908/46061368235_81e61ab7b9_m.jpg)