Powered By Blogger
মুনির হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুনির হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৫ নভেম্বর ২০১৭

হাসানাতের ঘরে ফেরার দিন আজ

আজকের পরিবর্তন
২৫ নভেম্বর ২০০৬
রাজনীতিবিদ ও সাংবাদিক মুনির হোসেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা চরমোনাই পীর মাওলানা সৈয়দ ফজলুল করিমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ঠিক ১১ বছর আগের এই দিনে এক শোকাবহ পরিবেশের মধ্যেই পাঁচ বছর পর নিজ এলাকায়, নিজের বাসায় ফিরেছিলেন বরিশাল আওয়ামী লীগের প্রাণপুরুষ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। এর আগে ২০০১ সালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় আসার পর তিনি শুধু ঘরই নয়, দেশ ছাড়া হয়েছিলেন। মুনির হোসেনের মায়ের হাত ধরে তিনি সান্তণা দেয়ার সময় সংযুক্ত ছবিটি তুলেছিলেন মিজান রহমান। ওই সময় আমিও সশরীরে উপস্থিত ছিলাম। এরপর কীর্তনখোলায় আরো কত জল গড়িয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহ ফিরে পেয়েছেন নিজের আসন। ইতিমধ্যে রাজনীতিতে সক্রিয় হয়েছে তার পুত্রেরা। বরিশাল প্রেসক্লাবের নামও এখন তার পিতার নামে - আব্দুর রব সেরনিয়াবাদ প্রেসক্লাব। সেই মুনির হোসেনের ভাই এসএম জাকির হোসেন এখন এই প্রেসক্লবের সাধারণ সম্পাদক। চলতি বছরের আগস্ট থেকে পুনরায় প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক ইতিবৃত্ত। নব্বইয়ের দশকে এই পত্রিকার জন্ম দিয়েছিলেন মুনির হোসেন। ওদিকে প্রয়াত পীর মাওলানা সৈয়দ ফজলুল করিমের ছেলে সৈয়দ রেজাউল করিমও বেশ ভালোভাবেই সামলাচ্ছেন তার সাম্রাজ্য। জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ থাকার কৌশলটাও তিনি রপ্ত করেছিলেন পিতার কাছ থেকেই। আহা, স্মৃতি - কত কি বদলেছে, কতই-না বদলেছি! 
newsreel [সংবাদচিত্র]