গুম হওয়া লেখাটির শেয়ার করা সংযোগ |
বিগত ২০০৪ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন অবধি মেইনস্ট্রিম সাংবাদিকতায় জড়িত ছিলাম। এরই মাঝে ২০০৮ সালে সামহোয়্যার ইন ব্লগে লেখালেখির মধ্য দিয়ে আমার ব্লগার জীবন শুরু হয়। অর্থাৎ স্বাধীন সাংবাদিকতা শুরুর বেশ আগে থেকেই আমি ব্যক্তিগত ব্লগগুলোয় বিভিন্ন সংবাদ ও নিজস্ব অভিমত প্রকাশ করতাম। এরই ধারাবাহিকতায় গত ০৯ জুলাই দিবাগত রাতে অশালীন সংবাদ প্রকাশকারী সাইট নিয়ে ‘মাহে রমজানে চটি সাংবাদিকতা’ শিরোনামে যে লেখা প্রকাশ করেছিলাম; অনিবার্য কারণে পরদিনই তা গুম করে দিতে বাধ্য হই। কোনো ভয় বা আতঙ্কে নয়। স্রেফ এ জন্য, যাতে আমার চলমান কাজের মধ্যে কোনো উটকো ঝামেলা পোহাতে না হয়। একই দোহাইয়ে ওই ‘অনিবার্য কারণ’ -এর ব্যাখ্যাও আজ করছি না। শুধু ক্ষমা চাচ্ছি এই ব্লগের পাঠকদের কাছে। কারণ আমার এ আচরণ আপনাদের বিভ্রান্ত করতেই পারে। তবে এটুকু বলছি, সাথে থাকুন। এবঙ ভরসা রাখুন, নিকট বা দূর ভবিষ্যতে সবই সবাই জানবে। আজকের এই বিভ্রান্তিও কাটবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন