Powered By Blogger

৩০ আগস্ট ২০১৪

বেজন্মার গান

শুরুতেই সুরসহ মাথায় এসেছে - এমন লেখার সংখ্যা আমার খুব বেশী নয়। আর যা লিখেছি - তা প্রকাশেও লেগেছে ভয়, সব সময়।  তবু 'নিজের ঢোল নিজে পেটাও' নীতির সূত্রানুসারে বলতে হয় - গীতিকার ও সুরকার 'ঈয়ন' এক্কেবারে ভুয়াও নয়। রাসেল আহমেদের খণ্ড নাটক ‘ফ্লাই-ওভার’ এর ‘থিম সঙ’ হিসাবে ছ’লাইনের এ গানটি ব্যবহৃত হয়েছিলো ২০১০ সালে। তার প্রায় দেড় বছর আগে তৈরী ‘বেজন্মা বোধ বা জন্মানোর ক্রোধ’ - শিরোনামের পুরো লেখাটিও তুলে দিলাম নীচে। হয়ত কারো ভালো লাগবে, কারো লাগবে না। সবার জন্যই রইলো শুভেচ্ছা।

ক্ষীণ মৌনতার স্থবিরতায় অস্থির
জৈবিকতার অদৃষ্ট অতৃপ্তি আর
প্রজাপতির অপেক্ষায় গোলাপেরা
মেঘগন্ধা অবষাদে স্থবির।

আজন্ম; এক বেজন্মা বোধ
তাড়া করে ফিরছে
বিতৃষ্ণা মিলছে
ক্রমাগত বাড়ছে, জন্মানোর ক্রোধ।

সুপ্রীম কোর্টের খোদারাও
দল বেঁধে বিব্রত হয় দেখে
বেকারত্বের ফ্রেমে বন্দী প্রেমে
সব কটাক্ষ মেনে নেই আমরাও।

তবু...

আজন্ম; এক বেজন্মা বোধ
তাড়া করে ফিরছে
বিতৃষ্ণা মিলছে
ক্রমাগত বাড়ছে, জন্মানোর ক্রোধ।
newsreel [সংবাদচিত্র]