Powered By Blogger

২৪ আগস্ট ২০১৪

আলোকচিত্রে মুক্তিযুদ্ধ’১৯৭১

এক গর্ভবতী মা, ৭১’র শরণার্থী শিবিরে
আরেক শরনার্থী মা ও তার সন্তানেরা
মুক্তিযুদ্ধের লিখিত বা বণির্ত ইতিহাস নিয়ে হাজারো মতভেদ, যুক্তি-তর্ক রয়েছে। বিভিন্ন শ্রেণীর পাঠ্য-পুস্তকে অবধি এক এক সরকারের আমলে এক এক রকম ইতিহাস থাকে। ওক্ষেত্রে তাই চূড়ান্ত সত্য বলে কিছু নেই বলেই ভাবি আমরা, মানে দেশের ৭১ পরবর্তী প্রজন্ম। ভাগ্যিস ততদিনে ক্যামেরা আবিস্কৃত হয়েছিলো। আর এই উন্নত প্রযুক্তির যুগে ছবি বিকৃত করে পাড় পাওয়াও বেশ কঠিন। এই এক ভরসার জায়গা। কারণ চিত্র যে কত শক্তিশালী ভাষা তা কে না জানে। সত্যের সরূপ না খুঁজি, ৭১’কে বুঝতেও অন্তত সে সময়ের চিত্রপট’তো চেনা উচিত। এই তাগিদ থেকেই শুরু হয়েছিলো মুক্তিযুদ্ধের চিত্র সংগ্রহ ও সংরক্ষণ। এর আগে আমার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকেও একটি সংকলন প্রকাশ করে ছিলাম। পাপ [pap] তৈরীর পর এর পেইজেও অমন একটি সংকলন তৈরীর পরিকল্পনা ছিলো; যাতে পাঠকরা সহজে এই ছবিগুলো খুঁজে পায়। সংকলনটি দিন দিন সমৃদ্ধ হয়ে উঠবে, এই প্রত্যাশা নিয়ে সকলের সহযোগীতা কামণা করছি।

- ঈয়ন
২৪ আগস্ট ২০১৪
ঢাকা, বাংলাদেশ।

নিরাপত্তার খোঁজে বাঙাল শরনার্থীরা
পোস্টে ব্যবহৃত সবগুলো ছবি বিখ্যাত আলোকচিত্রী রঘু রায়ের তোলা।
পুরো সংকলনটি দেখতে ক্লিক করুন - আলোকচিত্রে মুক্তিযুদ্ধ’১৯৭১
newsreel [সংবাদচিত্র]